Home / Bus Mod / Dedicated 1.48 Server

Dedicated 1.48 Server

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমরা আমাদের গ্রুপ মেম্বারদের জন্য ইটিএস২ ভার্ষণ ১.৪৮ এর জন্য ডেডিকেটেড সার্ভার ওপেন করেছি এবং পাশাপাশি ডিসকোর্ড সার্ভারও ওপেন করা হয়েছে। প্রাথমিক ভাবে ৫০জনের জন্য দেয়া হয়েছে এবং নির্দিষ্ট একটি ম্যাপ দিয়ে সার্ভার খোলা হলেও আমাদের ডিসকর্ড সার্ভারে ভেরিফাইয়েড ইউজারদের রিকোয়েস্টে নিজেরা টিম আপ করে সেক্ষেত্রে টিম সাইজ ৮জনের বেশি হলে তাদের ইচ্ছা অনুযায়ী নির্দিস্ট ম্যাপ মড সার্ভারে দিয়ে সেটা খেলার ব্যবস্থা থাকবে। এবং এই রিকোয়েস্ট গুলো ভেরিফাইড ডিসকর্ড মেম্বার ছাড়া অন্য কেউ করতে পারবেন না। এবং এটা ১০০% গোপন রাখা হবে কারা নিজেরা টিম আপ করে খেলতে চেয়েছেন। আর হ্যা কোন এক ছেচ্চর নাকি নিয়ম করছে তার সার্ভার কেউ সেচ্ছায় লিভ নিলে বা ব্যান দেয়া হলে সে অন্য কোনো সার্ভারে খেলতে পারবে না তাদের আমাদের সার্ভারে খেলার আমন্ত্রন রইলো। আশা করবো যারা সার্ভারে জয়েন হয়ে মাল্টিপ্লেয়ার খেলবেন তারা ড্রাইভিং এর বেসিক রুলস গুলো অবশ্যই মেনে খেলবেন। বর্তমানে আমাদের সার্ভারে খেলতে চাইলে MBD Map এর ফাইলগুলো এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে খেলতে পারেন এবং বাস মড হিসাবে এখন Al Botor 1J এর ফাইল ডাউনলোড করতে হবে ।

server id – 85568392935204330/101
Password – No
Discord Link – https://discord.gg/ZE3SqcjR7p